কামরুজ্জামান শাহীন, ভোলা॥
নিরাপদ খাদ্য সংরক্ষণে ভোলার চরফ্যাশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপযাপন উপলক্ষে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে এসব পারিবারিক সাইলো বিতরণ করা হয়। চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মো. আল নোমানের সভাপতিত্বে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইলো
বিতরণ করেন- যুব ও ক্রীড়ামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌর মেয়র মো. মোরশেদ।