ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিঝরা মার্চ মাস উপলক্ষে বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, যুগ্ম আহবায়ক আলআমিন সরদার প্রমূখ।