প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১॥ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় গত ০৫ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৭০৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী কক্সবাজার জেলা হতে ০১টি প্রাইভেটকারযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চনব্রীজ হয়ে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৫ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৭৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন (ব্রীজের পূর্বপাড়) মাসুম মিয়ার মালিকানাধীন ‘এবিসি হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ এর সামনে গাউছিয়া টু কুড়িল বিশ^রোডগামী সড়কের উপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মো. সাইমন রহমান (৩৩), পিতা- মো. বজলুর রহমান, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২) মো. রাসেল (৩৩), পিতা- মো. মোছলেম হাওলাদার, জেলা-পটুয়াখালী ও ৩) মো. রেজাউল করিম @ লিটন (৩৯), পিতা- মৃত ছুবহান রাড়ী, জেলা- বরিশাল’দেরকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২৭ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার, নগদ ৩,২৪০/- টাকা, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ টি এটিএম কার্ড, ০৪ টি মোবাইল ফোন ও ০৫ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।