আব্দুর রহমান ঈশান প্রতিনিধি (নেত্রকোণা)
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা জেলায় জেলা আওয়ামী যুবলীগের উদ্যােগে বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় জেলা যুবলীগ নেতা আজহারুল ইসলাম অরুন এর আয়োজনে নেত্রকোণা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা যুবলীগ কর্মী আজহারুল ইসলাম অরুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, ঠিক এই সময়ে বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপতৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টিরও অপচেষ্টা করছে। যুবলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সে স্বপ্ন বাস্তবায়ন হবেনা এমন হুশিয়ারী উচ্চারন করে বক্তারা বলেন, যুবলীগ, রাজপথে ছিল, আছে এবং থাকবে।আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনকে সাথে নিয়ে বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপতৎপরতা প্রতিহত করা হবে বলে জানান তিনি।