মোঃ আব্দুল্লাহ বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন হরিপুর গ্রামের এলেম মিয়ার ছেলে ইয়াছিন (প্রতিবন্ধী) সে ২০২১ সালের আগস্ট মাসের ৮ তারিখ বাড়ি থেকে হারিয়ে যায়, দীর্ঘ ৭ মাস পর তার পরিবার কুমিল্লা মেডিকেল কলেজে তার সন্ধান পায়।
তবে গাড়ী এক্সিডেন্টে তার একটি পায়ে ইনফেশন হয়েছে,,বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
দ্রুত পায়ের অপারেশন করা জরুরি হয়ে পরেছে। ইয়াছিনের গরীব বাবার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
এলাকার যারা দেশে ও বিদেশে আছেন সকলে আর্থিক সহযোগিতা করলে প্রতিবন্ধী ইয়াসিনকে বাচানো সম্ভব হতে পারে,,,আপনারা যারা ইয়াছিনকে আর্থিক সহযোগিতা করতে চান,,,তার বাবার সাথে যোগাযোগ করে বিকাশ করতে পারেন। মোঃ এলেম ফকির 01761744936 প্রয়োজনে মোঃ মোহাম্মদ সিদ্দিকুর রহমান (খতিব- পূর্বপাড়া জামে মসজিদ 01609289180 মোহাম্মদ শামীম মুন্সী 01705500457