মোঃ তুষার ইমরান, বিশেষ প্রতিনিধি।
মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ। এতে ত্যাগী ও তৃনমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ২০১৫ সালে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও লোকাল ট্রেনের মত চলছে এই সংগঠনটি। নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করার নির্দেশ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
২০ফেব্রুয়ারি (২০২২) নাটোর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হলেও লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়নি। এদিকে উপজেলা আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দল প্রকাশে রুপ নিয়েছে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সংগঠনটি। এই কমিটির সহ-সভাপতি,যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদের নেতা ও সদস্য তারা স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর পক্ষে মাঠ পর্যায়ে দলীয় কর্মকান্ড করে যাচ্ছে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের নেতা সহ সদস্যরা সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ এর পক্ষে মাঠ পর্যায়ে দলীয় কর্মকান্ড করে যাচ্ছে। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ থেকে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আওয়ামী লীগের আলাদা আলাদা কমিটি গঠন সমপূর্ণ করেছে তারা। উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলেছে তৃণমূলের নেতাকর্মীরা।