নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার আটপাড়ায় উপজেলা সদরে নৌকা আকৃতিতে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি সম্বলিত বাস ভবন নির্মাণ করেন জেলায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এ আটপাড়া উপজেলার কৃতি সন্তান মো: জহিরুল ইসলাম খান হীরা। সরেজমিনে দেখা যায়, মতি মনোয়ারা স্মৃতি মহলটির সম্মুখ ভাগ নৌকা আকৃতি, জাতীয় পতাকা, বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ও জাতীয় পতাকা রং-এ সজ্জিত করা হয়েছে। এছাড়া মহলটির ভিতরে খাট-ফালংটিও নৌকা আকৃতি এবং খাটের শিয়রের দিকে বঙ্গবন্ধু’র ভাস্কর্য শোভা পাচ্ছে। এই ভবনটি নির্মাণের পর থকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হৃদয়ে বঙ্গবন্ধু’র আদর্শ লালন করা উৎসুক জনতাসহ সাধারণ মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন।
তিনি বঙ্গবন্ধু’র ভাস্কর্য সম্বলিত খাটটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎ স্বরূপ উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি এই খাটটি জাতীয় জাদুঘরে স্মৃতি স্বরূপ রাখার ইচ্ছা পোষণ করেন।এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। মহলটির মালিক মো: জহিরুল ইসলাম খান হীরা জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু’র আদর্শ হৃদয়ে লালন করে আসছেন। এরই ফলশ্রুতিতে তিনি ভাষ্কর্য ও নৌকা আকৃতিতে ভবন নির্মাণ করেন।