স্টাফ রিপোর্টার নাটোর
বাংলাদেশের উন্নয়ন অগ্ৰযাত্রাকে রুখে বিদেশে দেশ বিরোধী লবিস্ট নিয়োগ এবং দেশ ধ্বংসের প্রতিবাদে নাটোরে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ শনিবার দুপুর বারোটার দিকে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে মুসলিম ইনস্টিটিউট হয়ে কানাইখালী মাঠের সামনে দিয়ে ঘুরে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু প্রমুখ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাটোর জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিএনপির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেখান থেকে টেনে ধরার চেষ্টা করলে জনগণ কঠোর জবাব দিবে।