পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদ রিফাত (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে জনমনে রহস্যের শেষ নেই। ৪ মার্চ (শুক্রবার)
সকালে পেকুয়া থানা পুলিশ ঘটনার খবর পেয়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। সে ওই এলাকার মোহাম্মদ সেকান্দার আলীর পুত্র। এদিকে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, ঘটনারদিন ভোরে রিফাতকে পানের বরজে যেতে ঘুম থেকে ডেকে তুলেন বাবা।
কিন্তু ওই রিফাত পানের বরজে যেতে অনিহা প্রকাশ করলে বাবার হাতের লাঠির আঘাতেই সাথে সাথে সে মারা যায়। পরে মারা যাওয়ার বিষয়টি টের পেয়ে তার বাবা সুকৌশলে আসল ঘটনাকে আড়াল করতে বাড়ীর পাশে উচু পাহাড়ের একটি গাছের সাথে রশি দিয়ে পেচিয়ে আত্মহত্যা করছে বলে প্রচার করে। স্থানীয়দের দাবী ওই কিশোরের বাবাকে রিমান্ডে আনলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস বলেন, রাতে বাবার সাথে ঘুমিয়ে পড়ে রিফাত। ভোরে বাড়ির পাশে একটি গাছের সাথে রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তার ক্লু এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন সরকার বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।