প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা হতে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ০৫ সদস্য আটক।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী এবং ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা হতে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ছিনতাইকারী চক্রের সদস্যরার দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে নিরীহ পথচারী, রিক্সা আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। উক্ত সংবাদের সত্যতা যাচাই করতঃ ছিনতাইকারী চক্রকে আইনের আওতায় আনার নিমিত্তে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৩/০৩/২০২২ তারিখ ২০৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ জাহাঙ্গীর (৪০), সাং-বনগ্রাম, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ২।
মোঃ সাজু মন্ডল @ সাহাজুল (৪৫), সাং-মথুরাপুর (পশ্চিমপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, ৩। মোঃ জাকির হোসেন (৩৪), সাং-চাকদহ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, ৪। মোঃ রাসেল @ মিঠু (৩০), সাং-গুলিশা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এবং ৫। মোক্তার হোসেন (৩৩), সাং-মান্দারতলা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৪৫৫ টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড এবং বাটন মোবাইল ফোন ও নগদ ১৮,৯৫০/-টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যানপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছে বলে জানায়। ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মোঃ খায়রুল কবীর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) পক্ষে পরিচালক