তন্ময় শাহ্, স্টাফ রিপোর্টার ঃ–
ঠাকুরগাঁও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের আয়োজনে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদ্ যাপন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় ঠাকুরগাঁও কোর্ট চত্বরে এ গণ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জাতীয় সমাজ তান্ত্রিক দলের সন্মানিত সভাপতি মনসুর আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান। বক্তারা চলমান দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমসাময়িক সমস্যার বিষয় গুলো এবং উন্নয়নের চিত্র তুলে ধরেন। সেই সাথে মাদক নির্মূলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে র্যালীটি আবার কোর্ট চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মনছুর আহমেদ।