সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯, সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেট এর অভিযানে এসএমপি-সিলেটের শাহপরাণ (রঃ) থানা এলাকা হতে ০৩ চাঁদাবাজ গ্রেফতার
এসএমপির শাহপরাণ থানাধীন টিলাগড় এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর অপারেশন টিম।
গ্রেফতারকৃতরা হলো- (ক) মঈন মিয়া (৪৫), পিতা- মৃত সফু মিয়া, (খ) জালাল মিয়া (৩২), পিতা- মনু মিয়া (গ) মামুন মিয়া (২৮) পিতা- মনির আলী; সর্ব সাং- সৈয়দপুর, থানা- শাহপরাণ (রঃ), এসএমপি সিলেট।
বুধবার (০২ মার্চ, ২০২২) এসএমপির শাহপরাণ থানাধীন টিলাগড় এলাকায় রাত্রী ২২:১০ ঘটিকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা টার্গেটকৃত ব্যক্তিদের সাথে সংঘবদ্ধ ভাবে চাঁদাবাজি করতো। প্রথমে কোন ব্যক্তিকে টার্গেট করতো এবং টার্গেটকৃত ব্যক্তির পরিবারের বিষয়ে বিস্তারিত জানতো। তারপর সুযোগ বুঝে জোরপূর্বক ভাবে বিভিন্ন কাজে বাঁধাদান করতো এবং একপর্যায়ে চাঁদাদাবি করতো। টার্গেটকৃত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করলে এই সংঘবদ্ধ চাঁদাবাজ দল চুরি, ক্ষতিসাধনসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদান করতো। এমন ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে ০১ মার্চ, ২০২২ এসএমপির শাহপরাণ(রঃ) থানায় একটি মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চক্রটির পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। মামলায় উল্লেখ্য যে, ভুক্তভোগীর ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে একটি টিন সেড বিল্ডিং তৈরী করতে গেলে আসামীরা ভুক্তভোগীর জমিতে দলবলসহ এসে চাঁদাদাবি করে এবং চাঁদা না দিলে কাজ করতে দিবে না বলে জানায়। ভুক্তভোগী চাঁদা না দিলে আসামীরা দেয়াল ভাংচুর করে ০২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং রড, সিমেন্ট, লোহার বালতিসহ ২৯ হাজার টাকা মূল্যমানের মালামাল চুরি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেছিল।
মামলার পরবর্তী সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের এসএমপির শাহপরাণ(রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত- ০১৭৭৭৭১০৯৫৫