স্টাফ রিপোর্টার নাটোর নাটোরে জেলা আওয়ামীলীগের
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(৩ মার্চ) দুপুরে স্থানীয় একটি রেস্তুরেন্টে নাটোর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান এর সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়ন মুন্সি সাহাবুদ্দিন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তার্জা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান সহ ইট প্রস্তুককারী মালিক সমিতির সদস্যরা।