মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধি॥
কুৃমিল্লার বুড়িচং উপজেলা মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ২ মার্চ বুধবার উপজেলা র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল সালাম, ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা ময়নাল হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোসলে উদ্দীন, বুড়িচং থানার পরিদর্শক তদন্ত মো: মাকসুদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল সহ আরোও অনেকে।
এসময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।