ইউসুফ মুন্সী, ফেনী সদর প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন দেশে আবারও দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বুধবার (০২মার্চ) বিকালে ফেনী শহরের বড় বাজারের এ সমাবেশে শওকত মাহমুদ আরও বলেন, সরকারের দূর্নীতির কারণেই জিনিস পত্রের দাম বেড়েছে। দেশে দ্রব্যমূল্যের উর্ধগতির অন্যতম প্রধান কারণ সরকারের দূর্ণীতি। দেশে জিনিজ পত্রের মজুদ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি প্রমাণ করে সরকারের ব্যর্থতা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সরকারের দূর্নীতির চিত্র।
বিএনপির এই নেতা বলেন, দেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এবং তা শুরু হবে বিএনপির ঘাঁটি ফেনী থেকে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আজিজুল হাকিম আরজু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর আবদুল খালেক, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ জেলা নেতারা।
এসময় বিএনপি নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের গনতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের জনগনকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।