গাজী এনামুল হক (লিটন) স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জ্বালানি তেল, গ্যান, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষােভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২মার্চ) বিকালে শহরে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল এর সভাপত্বিতে ও পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে পিরোজপুর জেলা যুবদল ও ছাত্রদলে ১০-১৫ জন নেতা কর্মী আহত হয়।
উক্ত সমাবেশে সময় উপস্থিত ছিলেন এ্যাড. বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি, মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি, আব্দুস সালাম বাতেন, সহ- সভাপতি, জেলা বিএনপি পিরোজপুর। আবুল কালাম আকন, সহ- সভাপতি, জেলা বিএনপি পিরোজপুর ।
গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, পিরোজপুর, শেখ শহিদুল্লাহ শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, পিরোজপুর সালাউদ্দিন তালুকদার কুমার – সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা ছাত্র দল। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়।
তাই আজ বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হওয়ার পরও তাদের টনক নড়ছে না। অনির্বাচিত এ সরকারের হাতে দেশের গণতন্ত্রসহ প্রায় ১৭ কোটি মানুষ কারাবন্দি হয়ে পড়েছে।আরো বলেন বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা – কর্মীদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামালা প্রত্যাহার করত হবে।।