সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়, পরে পুলিশি বাঁধায় নেতাকর্মীরা হিমঘরে ঢুকতে বাধ্য হয়। পরে নেতাকর্মীরা আবার সংঘটিত হয়ে সমাবেশ স্থলে আসে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা এবং জেলার নেতারা বক্তব্য রাখেন। পরে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী।