ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় ৩নং ভরাডোবা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম তরফদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। ভালুকা উপজেলা মহিলা শ্রমিকলীগের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম তরফদারকে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
পহেলা মার্চ মঙ্গলবার বিকেলে ভরাডোবা ইউনিয়নের মাঠেরচড়া পোড়াভিটা মাঠে আলোচনা সভায় উপজেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি দীপাবলীর দীপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভরাডোবা ইউনিয়ন পরিষদের পর পর তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম তরফদার, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল প্রমূখ। এছাড়াও ভরাডোবা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আফতাব উদ্দিন পাঠানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।