ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ লালপুরে কৃষি বীজ, চেক ও সেলাই মেশিন বিতরণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অভিনব কায়দায় ০২ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড, শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে জরিমানা ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে এসআইয়ের ওপর মাদক কারবারির হামলা পুর্বের কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে যশোরে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলারের শ্রদ্ধা মুলাদীতে সিনিয়র আইনজীবি মজিবুর রহমান দুলালের মৃত্যুতে বিভিন্ন জনের শোক॥ মুলাদীতে সর্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল॥ প্রথম আলো’র সম্পাদকের উপর মামলার ঘটনায় সিলেট জেলা বিএনপির নিন্দা জামালগঞ্জে ব্যানার ফেস্টুন ছেড়ার হিড়িক থানায় জিডি দায়ের

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ১৬৮৫ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

 

রংপুর -মিঠাপুকুর প্রতিনিধিঃ-
মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের তাজনগর পশ্চিম-পাড়া জামে মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ ‘নির্মাণ’ নিয়ে সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে হর-নারায়ণপুর মৌজাস্হ তাজনগর পশ্চিমপাড়া গ্রামের নতুন মসজিদ কমিটি এবং পূরাতন মসজিদ কমিটির মধ্যে। সামাজিক ভাবে হেও-করাসহ কয়েকটি পরিবারকে একঘরে করার অপচেষ্টা চলছে বলে জানান কয়েকজন। পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী, মসজিদের সম্পত্তি ও মসজিদ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজনগর পশ্চিম পাড়া গ্রামে প্রায় পাঁচ শতাংশ জমির উপর একটি তিনশত বছরের অধিক পূরনো আধাপাকা টিনশেড মসজিদ রয়েছে। তার পাশ্ববর্তী জায়গায় আরেকটি ১৬ শতাংশ জমি জুড়ে নতুন মসজিদ নির্মানের কাজ চলছে। দুটি মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লীরা। রয়েছে আলাদা ঈমাম ও মুয়াজ্জিন।
পুরাতন মসজিদের সভাপতিঃ আচাদ আলী জানান,আমার পূর্বপুরুষ এজাদুল্লাহ মন্ডল মসজিদের জমি দান করেছিলেন এবং আবুল কাসেম,আমেনা বেগম নামেসহ তিন ব্যক্তি কিছু চাষবাদীয় জমি পূরাতন মসজিদের নামে দিয়েছিলেন। দানকরা জমির চাষাবাদের অর্থ মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হতো।পূরাতন মসজিদটি সংস্কার করার জন্য সবাই একত্রিত হলেও পরে অজ্ঞাত কারণে আরেকটি মসজিদ নির্মাণ শুরু হয়। আর পূরাতন মসজিদ ভেঙ্গে ফেলতে কৌশল অবলম্বন করে নতুন মসজিদ কমিটি। যা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে।
পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী জানান, নতুন মসজিদ কমিটির সভাপতি হেলাল, সম্পাদক-মশিয়ার আমাদের পূরাতন মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে।তারা বিভিন্নভাবে উক্ত সমাজে বসবাসরত গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পূরাতন মসজিদে নামাজ পড়তে নিষেধ করে আসছেন। পুরাতন মসজিদে নামাজ পড়লে একঘরে করার হুমকি দিচ্ছেন। ইলিয়াস, আইয়ুব,আসাদ, হায়দার আলী,ইয়াকুব সহ কয়েকজন জানান, নতুন মসজিদ নির্মাণের দরকার ছিলোনা। পূর্বের মসজিদটি সংস্কার করে এখানে সম্প্রিতি বজায় রেখে নামাজ পড়া যেতো। পূরাতন মসজিদ নতুন মসজিদ নিয়ে বিভেদ সৃষ্টি না করে, দুটো মসজিদেই নামাজ আদায় করার দাবি জানান তারা।
এ বিষয়ে নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,মশিয়ার রহমান জানান,চেয়ারম্যান দফায় দফায় সার্লিশ করেও মসজিদের জমি দিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশের রাস্তা করায় পূরাতন মসজিদ সংস্কার সম্ভব হয়নি। পরে ইদ্রিসআলী,তহিদুল,নজরুল,শফিকুল,মকবুল,আতাউর গং- মুসল্লীদের ভোগান্তি দেখে জমি দান করেন। এখন পূরাতন মসজিদ কমিটি আমাদের হয়রানি করছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষ সমাধান করা হবে।
জনপ্রিয় সংবাদ

জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

 

রংপুর -মিঠাপুকুর প্রতিনিধিঃ-
মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের তাজনগর পশ্চিম-পাড়া জামে মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ ‘নির্মাণ’ নিয়ে সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে হর-নারায়ণপুর মৌজাস্হ তাজনগর পশ্চিমপাড়া গ্রামের নতুন মসজিদ কমিটি এবং পূরাতন মসজিদ কমিটির মধ্যে। সামাজিক ভাবে হেও-করাসহ কয়েকটি পরিবারকে একঘরে করার অপচেষ্টা চলছে বলে জানান কয়েকজন। পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী, মসজিদের সম্পত্তি ও মসজিদ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজনগর পশ্চিম পাড়া গ্রামে প্রায় পাঁচ শতাংশ জমির উপর একটি তিনশত বছরের অধিক পূরনো আধাপাকা টিনশেড মসজিদ রয়েছে। তার পাশ্ববর্তী জায়গায় আরেকটি ১৬ শতাংশ জমি জুড়ে নতুন মসজিদ নির্মানের কাজ চলছে। দুটি মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লীরা। রয়েছে আলাদা ঈমাম ও মুয়াজ্জিন।
পুরাতন মসজিদের সভাপতিঃ আচাদ আলী জানান,আমার পূর্বপুরুষ এজাদুল্লাহ মন্ডল মসজিদের জমি দান করেছিলেন এবং আবুল কাসেম,আমেনা বেগম নামেসহ তিন ব্যক্তি কিছু চাষবাদীয় জমি পূরাতন মসজিদের নামে দিয়েছিলেন। দানকরা জমির চাষাবাদের অর্থ মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হতো।পূরাতন মসজিদটি সংস্কার করার জন্য সবাই একত্রিত হলেও পরে অজ্ঞাত কারণে আরেকটি মসজিদ নির্মাণ শুরু হয়। আর পূরাতন মসজিদ ভেঙ্গে ফেলতে কৌশল অবলম্বন করে নতুন মসজিদ কমিটি। যা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে।
পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী জানান, নতুন মসজিদ কমিটির সভাপতি হেলাল, সম্পাদক-মশিয়ার আমাদের পূরাতন মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে।তারা বিভিন্নভাবে উক্ত সমাজে বসবাসরত গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পূরাতন মসজিদে নামাজ পড়তে নিষেধ করে আসছেন। পুরাতন মসজিদে নামাজ পড়লে একঘরে করার হুমকি দিচ্ছেন। ইলিয়াস, আইয়ুব,আসাদ, হায়দার আলী,ইয়াকুব সহ কয়েকজন জানান, নতুন মসজিদ নির্মাণের দরকার ছিলোনা। পূর্বের মসজিদটি সংস্কার করে এখানে সম্প্রিতি বজায় রেখে নামাজ পড়া যেতো। পূরাতন মসজিদ নতুন মসজিদ নিয়ে বিভেদ সৃষ্টি না করে, দুটো মসজিদেই নামাজ আদায় করার দাবি জানান তারা।
এ বিষয়ে নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,মশিয়ার রহমান জানান,চেয়ারম্যান দফায় দফায় সার্লিশ করেও মসজিদের জমি দিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশের রাস্তা করায় পূরাতন মসজিদ সংস্কার সম্ভব হয়নি। পরে ইদ্রিসআলী,তহিদুল,নজরুল,শফিকুল,মকবুল,আতাউর গং- মুসল্লীদের ভোগান্তি দেখে জমি দান করেন। এখন পূরাতন মসজিদ কমিটি আমাদের হয়রানি করছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষ সমাধান করা হবে।