নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনজিও প্রতিষ্ঠান জাকস এর আয়জনে বিডি রুলার ওয়াস প্রকল্পের সমন্বয় সভা ও ক্ষুদ্র উদোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ জাকস ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা বিডি হলরুমে এ সমন্বয় সভা ও বিডি রুলার ওয়াস প্রকল্পের সমন্বয় সভার ও ক্ষুদ্র উদোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এনজিও প্রতিষ্ঠান জাকস ফাউন্ডেশন এর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর এসডিজি-৬, এর লক্ষ্য পূরণে সকলের জন্য নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে উন্নয়নশীল বাংলাদেশ গঠনে এ প্রকল্পের যাত্রা শুরু করে জাসক প্রতিষ্ঠানটি।
এমনকি এ প্রকল্পের ফোকাল পার্সন ও সিপিও হিসেবে সকলের সহায়তা নিয়ে একসাথে কাজ করার জন্য জাকস পরিবার অঙ্গীকারবদ্ধের বিষয়টি সমন্বয় সভায় জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডিপিসি বিডি রুলার ওয়াস প্রকল্পের পিকেএসএফ এর ব্যবস্থাপক রোকনুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাকস ফাউন্ডশনের সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন খোরশেদ আলম,(টিএমএসএস) এর যুগ্ম-পরিচালক কামরুজ্জামান খান।
অনুষ্ঠানে উপজেলার পিকেএসএফ’ এর ভুক্ত সহযোগী সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীরাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরাসহ প্রতিষ্ঠানটির আরও অনেকেই উপস্থিত ছিলেন।