রুবেল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আরো নয়শ ৬২টি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ পেল শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া স্কুল মাঠে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও।
অনুষ্টানে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মারিও তপন মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মতিয়র রহমান, আ’লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সোওয়ার্দি, ওয়াল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ড চিসিমসহ গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ওয়াল্ড ভিশন যেভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আমরা চাই এ ধরণের কাযর্ক্রম আরো জোরদারের। শিক্ষা উপকরণ পেয়ে স্কুলগামী শিশুরা পড়াশুনায় আগ্রহী হবে এবং শিশুদের স্কুলে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসব উপকরণ পেয়ে বেশ খুশি শিক্ষার্থীরা।