মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত ২৭ ফেব্রুয়ারি রবিবার উপজেলার তিন ইউনিয়নে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি রবিবার উপজেলার তিন ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকবিরোধী টাস্কফোর্স দল। এসময় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই ভুঁইয়া বাড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েন সাইফুল ইসলাম (২১) নামের এক যুবক। এসময় মাদক সেবনে ব্যবহৃত অর্ধেক ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা মাদক সেবনের দায়ে সাইফুল ইসলামকে ছয় (৬) মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
এছাড়া মালাপাড়া ইউনিয়নের রামনগর বাজারে অভিযান চালিয়ে মাহবুব ওরফে মালী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে টাস্কফোর্স টিম। এসময় আটককৃত মাহবুব এর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ছয় বোতল ফেন্সিডিল ও বিপুলপরিমাণ ইয়াবা বিক্রির ফয়েল পেপার জব্দ করা হয়। মাহবুব এর নামে ইতোপূর্বে মাদক আইনে একাধিক মামলা চলমান রয়েছে। মাহবুব এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়াও, শশীদল ইউনিয়নের আশাবাড়ি নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) সিফাত আসমা এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এবং বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর সদস্যরা।