ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
বরিশালের কাজিরহাট থানায় মাদক ব্যবসায়ী ও জুয়ারুদের আড্ডা, প্রশাসন নিরব।  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু মেম্বারকে টাকা না দিলে মিলছে না ভাতার কার্ড! চাখারে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ জগন্নাথপুরে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ৭ বছর বয়সী এক শিশু নিহত  ধর্ষণ মামলায় পলাতক আসামী ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব-৩। ভালুকায় রাতের অধাঁরে কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ বালাগঞ্জ বাজারে ব্যবসায়ীদের অর্থায়নে টিউবওয়েল পুনঃস্থাপন নাটোরের নলডাঙ্গায় যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একজন আটক। বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। অপহরণ ও গণধর্ষণ মামলায় আসামী মজনু মিয়া র‍্যাব-১৩ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে গ্রেফতার কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ। শিক্ষা প্রতিষ্ঠানসহ কর্মক্ষেত্রে যৌন হয়রানির শাস্তির দাবি ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালন 

সংবাদকর্মীদের চেষ্টায় ভান্ডারিয়ায় ১৪ বছর পর ভারসাম্যহীন বৃদ্ধা রাবেয়া বাড়ি ফিরলেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৬৫৩ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

 

 

 

 

 

ভান্ডারিয়া প্রতিনিধি ঃ

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৪ বছর ধরে আশ্রিত বৃদ্ধা রাবেয়া সংবাদকর্মীদের চেষ্টায় বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার সকালে বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) এর তিন সন্তান আইনুল ইসলাম,বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন ও তার নাতী হিৃদয় আহমেদ তাকে নিতে আসে।

 

 

অবশেষে বৃদ্ধাকে নাটর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী খমার গ্রামে নিয়ে যায় সন্তানরা। বৃদ্ধার বিদায় কালে তাকে এক নজর দেখতে স্থানীয় বোথলা বাজারে শত শত মানুষ উপস্থিত হন। গত ১৪ বছর আগে রাবেয়া বেগম উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হেদায়েতুল ইসলাম আকন (হিদু আকন) এর মায়ের মিলাদ অনুষ্ঠানে এসে উপস্থিত হন।

 

 

ক্ষুদায় কাহিল দেখে হিদু আকন তাকে খাবার দেয় । সেই থেকে রাবেয়া হিদু আকনের কাছে থেকে যায়। হিদু আকন ওই বৃদ্ধা রাবিয়া বেগমকে নানী বলে ডাকতো এবং নানীর থাকার জন্য বোথলা বাজার সংলগ্ন স্কুল ঘরের সামনে টিনের ছাপড়া কুড়ে ঘর তুলে দিয়ে সেখানে নিয়মিত খাবার দেয়া সহ তাকে পরিস্কার পরিচ্ছন্ন করতেন । এ ঘটনাটি গত সপÍাহে নজরে আসে স্থানীয় সংবাদকর্মী মো: মামুন হোসেন ও সামসুল ইসলাম আমিরুলের। তারা এ বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করলে বৃদ্ধা রাবেয়ার স্বজননা তা ফেজবুক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ওই বৃদ্ধাকে খুঁজে পায়।

 

 

বৃদ্ধা রাবেয়ার বড় ছেলে আইনুল ইসলাম কেঁদে বলেন, গত ২০০৮ সালে মা হঠাৎ হারিয়ে যায়। তাকে বহু খোঁজেও পাইনি। আমরা বুজেছি এতো বছরে হয়তো মা আর নেই। তাই তার জন্য প্রতিবছর মিলাদ মাহফিল সহ দোয়া করে আসছি। কিন্তু আজ আল্লাহর অশেষ কুদরতে সাংবাদিক ভাইদের সহযোগীতায় মাকে খুঁজে পেয়ে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বৃদ্ধার আশ্রয় দাতা মো. হেদায়েতুল ইসলাম আকন কেঁদে কেঁদে বলেন, বৃদ্ধা নানী রাবেয়া বেগম একজন মানষিক ভারসাম্যহীন মানুষ। ভাল ভাবে কিছুই বলতে পারতো না। আজ তাকে হারাতে খুব কষ্ট হচ্ছে। আবার, সন্তানদের হাতে মাকে তুলেদিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ জন্য সাংবাদিক ভাইদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।

 

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

বরিশালের কাজিরহাট থানায় মাদক ব্যবসায়ী ও জুয়ারুদের আড্ডা, প্রশাসন নিরব। 

সংবাদকর্মীদের চেষ্টায় ভান্ডারিয়ায় ১৪ বছর পর ভারসাম্যহীন বৃদ্ধা রাবেয়া বাড়ি ফিরলেন

আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

 

 

 

 

 

ভান্ডারিয়া প্রতিনিধি ঃ

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৪ বছর ধরে আশ্রিত বৃদ্ধা রাবেয়া সংবাদকর্মীদের চেষ্টায় বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার সকালে বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) এর তিন সন্তান আইনুল ইসলাম,বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন ও তার নাতী হিৃদয় আহমেদ তাকে নিতে আসে।

 

 

অবশেষে বৃদ্ধাকে নাটর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী খমার গ্রামে নিয়ে যায় সন্তানরা। বৃদ্ধার বিদায় কালে তাকে এক নজর দেখতে স্থানীয় বোথলা বাজারে শত শত মানুষ উপস্থিত হন। গত ১৪ বছর আগে রাবেয়া বেগম উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হেদায়েতুল ইসলাম আকন (হিদু আকন) এর মায়ের মিলাদ অনুষ্ঠানে এসে উপস্থিত হন।

 

 

ক্ষুদায় কাহিল দেখে হিদু আকন তাকে খাবার দেয় । সেই থেকে রাবেয়া হিদু আকনের কাছে থেকে যায়। হিদু আকন ওই বৃদ্ধা রাবিয়া বেগমকে নানী বলে ডাকতো এবং নানীর থাকার জন্য বোথলা বাজার সংলগ্ন স্কুল ঘরের সামনে টিনের ছাপড়া কুড়ে ঘর তুলে দিয়ে সেখানে নিয়মিত খাবার দেয়া সহ তাকে পরিস্কার পরিচ্ছন্ন করতেন । এ ঘটনাটি গত সপÍাহে নজরে আসে স্থানীয় সংবাদকর্মী মো: মামুন হোসেন ও সামসুল ইসলাম আমিরুলের। তারা এ বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করলে বৃদ্ধা রাবেয়ার স্বজননা তা ফেজবুক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ওই বৃদ্ধাকে খুঁজে পায়।

 

 

বৃদ্ধা রাবেয়ার বড় ছেলে আইনুল ইসলাম কেঁদে বলেন, গত ২০০৮ সালে মা হঠাৎ হারিয়ে যায়। তাকে বহু খোঁজেও পাইনি। আমরা বুজেছি এতো বছরে হয়তো মা আর নেই। তাই তার জন্য প্রতিবছর মিলাদ মাহফিল সহ দোয়া করে আসছি। কিন্তু আজ আল্লাহর অশেষ কুদরতে সাংবাদিক ভাইদের সহযোগীতায় মাকে খুঁজে পেয়ে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বৃদ্ধার আশ্রয় দাতা মো. হেদায়েতুল ইসলাম আকন কেঁদে কেঁদে বলেন, বৃদ্ধা নানী রাবেয়া বেগম একজন মানষিক ভারসাম্যহীন মানুষ। ভাল ভাবে কিছুই বলতে পারতো না। আজ তাকে হারাতে খুব কষ্ট হচ্ছে। আবার, সন্তানদের হাতে মাকে তুলেদিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ জন্য সাংবাদিক ভাইদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।