মোঃ হারুন-উররশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যকিম শিক্ষা অফিস আয়োজিত ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা,সনদপত্র ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত
হয়েছে।
গতকাল সকাল ১১টায় উপজেলার সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
বিকালে ৩টায় অংশগ্রহনকারী বিজয় খেলোয়াড়দের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শামিমা আক্তার জাহান।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের মন্ডল,একাডেমীক সুপার ভাইজার মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।