কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলায় ১০ কেজি গাঁজাসহ লিটন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত সোয়া ১২ টার দিকে ভোলা সরকারী স্কুলের গেটের বিপরীতে পপি লাইব্রেরীর সামনে একটি সিএনজি থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিটন বোরহানউদ্দিন উপজেলার রামকেশর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে। লিটন পুলিশকে জানান, ঋণগ্রস্ত হয়ে পরায় আশা ব্যাংক থেকে লোন নিয়ে কুমিল্লা দৌদ্দগ্রাম এলাকার সজিব নামের এক ব্যক্তি থেকে এ গাঁজাগুলো ক্রয় করে এনেছেন।
ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সরকারী স্কুলের গেটের বিপরীত পাশে পপি লাইব্রেরীর সামনে একটি সিএনজি তল্লাসী চালিয়ে লিটন নামের এক যুবককে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।