মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দেশীয় ফলে প্রকৃত স্বাদ ,পুষ্টি গ্রহণ এবং উৎসাহিত করতে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো দেশীয় ফল উৎসব। বৃহস্পতিবার দিনাজপুরের মহিলা ডিগ্রি কলেজে বেলা ১২টায় এ ফলোৎসব অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খুরশিদ আলম মতি’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহর সঞ্চালনায় ফলোৎসব অনুষ্ঠানে দেশীয় ফলের গুরুত্ব,পুষ্টি ও গুনাগুন নিয়ে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মোছা.রহিদা বেগম, সহকারী অধ্যাপক ওয়াহেদুন নবী নয়ন, সহকারী অধ্যাপক আলেয়া বেগম, সহকারী অধ্যাপক এন্তেজামুল হক, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারী অধ্যাপক জাকারিয়া হোসেন তরফদার, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সরকারী অধ্যাপক তানজিনা বেগম, সরকারী অধ্যাপক মাসুমা পারভীন, সরকারী অধ্যাপক মোর্শেদা ফৌজিয়া, সরকারী অধ্যাপক নুরে হাসিনা, সরকারী অধ্যাপক মাফরুহা ইয়াসমিন, সহকারী অধ্যাপক ফাতেমা জোহরা, সরকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, সরকারী অধ্যাপক মিজানুর রহমান (মার্কেটিং), সরকারী অধ্যাপক তাসনিম সুলতানা, সরকারী অধ্যাপক খন্দকার মেহেদী হাসান, সরকারী অধ্যাপক নিমা বণিক, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সরকারী অধ্যাপক লুৎফুল কবির, সরকারী অধ্যাপক মো. রুস্তম আলী, সরকারী অধ্যাপক আবু হেনা মো. খায়রুল আনাম আবেশ, সরকারী অধ্যাপক আবু মুসা আশারী, প্রভাষক মো. মনিরুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন জনি, প্রভাষক এন্তেজাব আলম রিপন, প্রদর্শক হাফিজা খাতুন, প্রদর্শক সম্পা সরকার, প্রদর্শক খোদেজা পারভীন, প্রদর্শক ও সাংবাদিক মোস্তাক আহমদ, শরীর চর্চা শিক্ষিকা হাসিনা বেগম, অফিস স্টাফদের মধ্যে মো. খালেকুজ্জামান, গোলাম মোস্তফা ও আনজেমা খাতুন প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে স্নাতক শ্রেণি, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সহ পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিত থেকে আলোচনা শেষে দেশীয় ফল আম, জাতীয় ফল কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, কলা ইত্যাদি ফল শিক্ষার্থীদের নিয়ে একসাথে বসে খাওয়ার প্রকৃত স্বাদ ও আনন্দ উপভোগ করা হয়।
কলেজে দেশীয় ফলোৎসব অনুষ্ঠানের অধ্যক্ষ মো.খুরশিদ আলম বলেন, দেশে ক্রমান্বয়ে দেশীয় ফল বিলুপ্ত হচ্ছে। আমরা এজন্য দেশীয় ফলের উৎসবের মধ্য দিয়ে সবাইকে দেশে ফলের চাষ করতে উদ্বুদ্ধ করতে চাই। আজকের অনুষ্ঠান ফরমালিনমুক্ত দেশীয় ফলে প্রকৃত স্বাদ, পুষ্টি ও গুণাগুন অনুসরণ করে সবাই যেন এমন আয়োজন এবং উদ্যোগ গ্রহণ করে। অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে আজকের ফলোৎসব অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্তায় আমরা জানান দিতে চাই।