রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কামারহাট থেকে শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার ১০ মামলার পলাতক আসামী মানিক হোসেন প্রকাশ কালা মানিককে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তিতে রাতে অভিযান চালিয়ে উত্তর ফতেহপুর কালা মানিক বাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি দেশিয় পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
সুত্রে জানায়, উপজেলার শীর্ষ তালিকাভুক্ত ও আন্তঃজেলা ডাকাত সর্দার মানক হোসেন প্রকাশ কালা মানিক শনিবার বিকেলে কামারহাট এলাকায় গোপন স্থানে বসে ডাকাতি পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই সৈয়দ দেলোয়ার হোসেন দিপক, তাজুল ইসলাম, এ.এস.আই নাছির উদ্দিন, জাহাঙ্গির আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ঘেরাও করে পুলিশ কালা মানিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানে অংশ নেওয়ায় এস.আই সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে রাত দেড়টার দিকে তার বসতঘরের সামনে রান্না ঘর থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক এমদাদ বলেন, গ্রেফতার হওয়ায় ডাকাত সর্দার কালা মানিকের বিরুদ্ধে বিগত দিনে নারায়নগঞ্জ, কুমিল্লা, গুলশান, রামগঞ্জ, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন থানা ডাকাতি-হত্যাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। অস্ত্র-কার্তুজ উদ্ধারে এস.আই সৈয়দ দেলোয়ার হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করে।