রাজস্থলী
রাঙামাটি জেলার, কাপ্তাই-রাজস্থলী সীমান্ত কাক ছড়ি এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন ৫৬ অটল এর অধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ সায়েম এর নেতৃত্বে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সন্ত্রাসী গ্রুপের ব্যবহ্নত পোষাক, তিন টি মোবাইল, দেশীয় তৈরীর একটি এল জি, পোচ, দুইটি ব্যাগ, ১২ টি সীম কার্ড, দুই রাউন্ড কার্তুজ ফ্লেযার পরিতক্ত অবস্থায় উদ্ধার করে। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
২৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪ টার সময় রাইখালী ইউনিয়নের কাকছড়ি পাড়ায় টহল রত অবস্থায় সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল এ সরন্জাম গুলো উদ্ধার করেন। কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সামসুল আরফিন ( পি এস সি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে টহলে বের হলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় এলজি, পোষাক মোবাইল সহ অন্যান্য সরন্জাম উদ্ধার করে।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে জে এস এসের মূল দলের সদস্যরা পালিয়ে যায়। বিষয় টি চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। সেনাবাহিনী দেশীয় তৈরী এল জি ও সরন্জাম উদ্ধার করেছে। উদ্ধার কৃত সরন্জাম ও অস্ত্র থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে ।পার্বত্য চট্রগ্রামে শান্তি শৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।