মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে আসামী নিয়ে আদালতে যাওয়ার পথে গাড়ি চালক ০৩ পুলিশ কনস্টেবল ও ০২ আসামীসহ মোট ০৬ আহত হয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত, পুলিশ কনস্টেবল বেলাল হোসেন, সামসুদ্দোহা, সালামত হোসেন, আসামী মোঃ রাহাত ও মতিন এবং চালক আরিফ।
এ খবরের সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতারের পর সকালে পুলিশ স্কোয়াটের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে আদালতে যাওয়ার পথে ঝাঐল ওভারব্রিজের কাছে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিন পুলিশ কনস্টেবল, দুই আসামী ও চালক আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ যে, সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে। বাকী একজন পুলিশ কনস্টেবল ও একজন আসামীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের শারিরীক অবস্থা গুরুতর নয়।