মোঃ হাসান আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জনসাধারনের চলাচলের কাঁচা রাস্তা কেটে ইটভাটায় মাটি বিক্রির জন্য প্রবাহিত খাকদোন কুকুয়া সরকারী খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্দ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার রায়বালা গ্রামের মো. জলিল মৃধা ও সোহেল আকনের বিরুদ্ধে। জানাগেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে, রায়বালা গ্রামের জলিল মৃধা ও সোহেল আকন ইটভাটায় মাটির ব্যবসা করেন।
বৃহস্পতিবার সকালে রায়বালা গ্রাম থেকে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির জন্য গ্রামের চলাচলের রাস্তা কেটে স্থাণীয় খাকদোন কুকুয়া সরকারী খালে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে ট্রাক দিয়ে মাটি সরবরাহ করেন ইটভাটায়। রাস্তা কেটে ও খালে বাধ দেয়ার স্থানীয়রা বাধা দিলেও রাস্তার জমি নিজের জমি দাবি করে ইটভাটায় ট্রাক দিয়ে সরবরাহ করেন। রাস্তা কেটে ফেলায় মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং খালের পানিচলাচল বন্দ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত জলিল মৃধার শাস্তির দাবি করেছেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, জলিল মৃধা ও সোহেল আকন ভেকু মেশিন দিয়ে রাস্তা কেটে খালে বাধ দিয়ে রাস্তা তৈরি করে ট্রাক দিয়ে ইটভাটায় কৃষি ফসলী জমির মাটি পাঠিয়ে দিচ্ছেন। প্রভাবশালী জলিল মৃধা মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, আমাদের জমির মাটির বিক্রির জন্য রাস্তা কেটেছি ও খালে বাঁধ দিয়েছি । মাটি বিক্রি শেষ হলে আবার রাস্তা বেধে ও খালের বাঁধ কেটে দেওয়ার কথা বলেন।
এ ব্যাপারে কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার মুঠোফোনে বলেন, খবর রাস্তা কাটতে ও খালে বাঁধ দিতে নিষেধ করা হয়েছে। আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন, জরুরী ভাবে ব্যবস্থা নেওয়া হবে।