ফারজানা আফরিন জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) একমাত্র আবাসস্থল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের আসন সংখ্যা পেল ১২০০ জন শিক্ষার্থী। (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের আসনের তালিকাটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে শিক্ষার্থীদের আবাসিকতা লাভের জন্য মানতে হবে বেশকিছু নিয়মকানুন। সিট প্রাপ্ত সকল ছাত্রীদের প্রয়েজনীয় কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫ হাজার ২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের আবাসিক শিক্ষকের নিকট জমা দিতে হবে। ছাত্রী হলের প্রভোস্ট ড. শামিমা বেগম বলেন,অবশেষে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পেরেছি। আগামী ১৭ই মার্চ আমরা ১২শ জন শিক্ষার্থীকে নিয়ে ইনশাল্লাহ হলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবো।