নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় পাচঁ ভূমিহীন কৃষক পরিবারের রোপনকৃত বোরো ধানের ফসলি জমির ধানের চারা নষ্ট করে দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে ভূক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলেও মিলছেনা কোনো প্রতিকার। আর একমাত্র বোরো ফসল নষ্ঠ হওয়ায় ভূক্তভোগী পরিবার গুলোর মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সংশ্লিষ্টদের নিকট সঠিক বিচারের দাবী তাদের।
এটি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কতুবপুর গ্রামের কুবাদ মিয়া ও তার ছেলে-ভাইসহ ৫ পরিবার ফসলি জমি। ভূক্তভোগীরা এলাকার ভূমিহীন হওয়ায় দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে মৌখিক ভাবে উপজেলার হাঁসকুড়ি বিলের প্রায় ৫০ কাটা জমিকে বোরো মৌসুমে চাষ করে আসছিল।
কিন্তু এলাকার প্রভাবশালী মৎস ব্যবসায়ী জয়তুন মিয়া রোপনকৃত চারা একটু বড় হতে না হতেই তার দলবল নিয়ে ধানের চারা কেটে-ভেঙ্গে মুড়িয়ে নষ্ট করে দেয়। ফলে ভূমিহীন পরিবার গুলো অসহায় ভাবে দিনাতিপাত করছে।
কুবাদ মিয়া গত ১৪ ফেব্রুয়ারী এ বিষয়ে এলাকার প্রভাবশালী ভূমিখেকো জয়তুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।
ফলে প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ভয় ও আতংক বিরাজ করছে পরিবার গুলোর মাঝে। তবে অভিযুক্ত জয়তুন মিয়ার দাবী তিনি এই বিলের মৎস ইজারাদার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশে জমি নষ্ঠ করেছেন।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হলে, আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া জানান,হাসঁকুড়ি বিলে সীমানা নির্ধারণে এলাকাবাসীর সাথে ইজারাদারের বিরোধ রয়েছে। বিরোধপূর্ন স্থানে ধান আবাদে কৃষকদের বারন করা হয়েছে। কেউ যদি আবাদ করে থাকে ধান পাকলে সেই ধানের দাবীদার তারাই হবে। রোপনকৃত ধানের চারা নষ্ট করার জন্য কাউকে বলা হয় নাই।