সজীব হাসান, (নওগাঁ) সংবাদদাতা ঃ
নওগাঁর বদলগাছীর অবৈধভাবে ভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানে।
বদলগাছী উপজেলায় দুইটি লাইসেন্স বিহীন ইটভাটার ৬লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় বদলগাছীর উপজেলার মেসার্স মুন ব্রিকস ফিল্ডকে ৩লক্ষ টাকা ও মেসার্স দিপ্তী ব্রিকসকে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ২টি ইটভাটায় প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তিনি আরো বলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে আরো অনেক অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে ।