মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৮৮ নং পশ্চিম গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিমর্তি স্কুল ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ স্কুল ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমড়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রভাষক মো. ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুব সংহতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম টুকু, সেচ্ছা সেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, এমপির গণ সংযোগ কর্মকর্তা আলী রোজ রঞ্জু প্রমূখ।