মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মাঠবাড়িয়ায় উপজেলায় সকলকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণ টিকার প্রস্তুতি ও কার্যক্রম সর্ম্পকে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ১৮ বছরের উর্ধ্বে বাদ পড়া সকল নাগরিককে শতভাগ টিকা গ্রহণের আওতায় আনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২৬ তারিখে পর আর কেউ প্রথম ডোজ টিকা নিতে পারবে না। গণটিকা কার্যক্রমের সফল করতে উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ টি টিকা কেন্দ্র এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্র স্থাপণ করা হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্বক্ষনিক টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে। এছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। জন্ম সনদ, এন.আই.ডি, কোন প্রমানাধি না থাকলেও শুধূ নাম, বয়স, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে টিকা নিতে পারবেন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মঠবাড়িয়া যুব ইউনিট টিকা গ্রহণে বাদপড়া সকলকে টিকা গ্রহণে উদ্ভদ্ধ করার জন্য শহর ও গ্রাম পর্যায় ব্যপক প্রচারন ও মাইকিং করছে। বিষয়টি সর্ব মহলে ইতিবাচক সারা ফেলেছে।