শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে দুস্থ্য পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর (নতুন বাজার) ব্রিজপাড় সংলগ্ন এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঐ ইউনিয়নের নারী-পুরুষসহ প্রায় ২০০শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করেন।
উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে ত্রান বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম (জিএস)।
এসময় কামরাবাদ ৪নং ওযার্ডের ইউপি সদস্য মনোয়ার হোসেন বাবু, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র একাউন্টিন অ্যান্ড এডমিন অফিসার কহিনুর আলম, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েজ আহমেদ, রবিউল ইসলাম,সাজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।