মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরো, থ্যালাসামিয়া রোগীদের মাঝে এককালিন অনুদান চেক বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামন,মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরীসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপকারভোগীদের আত্মীয় স্বজন, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রতি ১ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার এককালিন অনুদান চেক বিতরণ করা হয়। প্রথম ধাপে ১৭ রোগীদের অনুদান চেক দেওয়া হয়।