হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা শিশু কিশোর একাডেমি সংলগ্ন হতে মোঃ এনাম হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ২১শে ফেব্রুয়ারী (সোমবার) রাত্রি ০৯ঃ২৫ মিনিটে শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউ/পি অন্তর্গত পুরাসুন্দা সাকিনস্ত শিশু কিশোর একাডেমি এর সামনে ঢাকা সিলেট মহাসড়ক থেকে লাল চাঁন্দ চা বাগান গামী পাকা রাস্তার উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ এনাম হাসান (২৮)কে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
মোঃ এনাম হাসান (২৮) ৮ নং শায়েস্তাগঞ্জ ইউ/পি’র লাদিয়া গ্রামের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা যায় মোঃ এনাম হাসান (২৮)কে ৪৫ (পঁয়তাল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ৭নং নুরপুর ইউপির পুরাসুন্দা শিশু কিশোর একাডেমি এর সামন থেকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে লাল চাঁন্দ চা বাগান গামী পাকা রাস্তার উপর দিয়ে যাওয়ার পথে। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে শায়েস্তাগঞ্জ থানার নিয়ে আসে।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান গোপন সংবাদের ভিত্তিতে মোঃ এনাম হাসান (২৮)কে ৪৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করে (২২ ফেব্রুয়ারী) তারিখে গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।