হেলাল উদ্দিন ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিনা খরচে নিন আইনি সহয়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা, এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লিগ্যাল এইড এর সহয়তায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের কে নিয়ে সাইকেল রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে সাইকেল রেলি বের হয়ে ফুলবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা আইনি সহয়তা, নারী নির্যাতন, বাল্য বিবাহ সহ বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সভায় আরো উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রববানী সরকার, প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস জেলা লিগ্যাল এইড প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন, ফ্রীল্যান্স অফিসার সহিদুল ইসলাম মিলন, ফিল্ড অফিসার মোঃ আজিজুল হক, মোছাঃ নার্গিস আক্তার সভাপতি অন্বষা নারী উন্নয়ন সংস্থা ( ANUS) সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।