প্রেস বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে ভিজিএফএর চাউল বিতরণ শেখ হাসিনা দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন … এমপি হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন,বর্তমান সরকার দেশকে একটি কৃষি নির্ভর দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এই দেশের মেহনতি মানুষরা দুমুঠো ভাত খেতে পারে দেশের মানুষ অনাহারে না থাকেন সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ররিদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
অসহায় হতদরিদ্র মানুষের পাশে দুর্দিনে দাড়িয়ে আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন, হতদরিদ্রের মুখে হাসি ফোটাতে ঈদ আসলে ১০কেজি চাউল সহ নিত্য প্রয়োজনী দ্রব্য দিয়ে যাচ্ছেন। তিনি দেশকে এগিযে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সংসদ সদস্য হাবিব ২৭ এপ্রিল বুধবার দিনব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, ঘিলাছড়া ইউনিয়ন, উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, দেওয়ানবাজার ইউনিয়নে, ভিজিএফ কর্মসূচীর আওতায় দরিদ্রের মধ্যে চাউল বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিশেষ অতিথি অতিথি বক্তব্য রাখেন সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজী বরুদ্দোজা, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান আহমদ, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, জেলা যুবল নেতা শাহীন আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ প্রমুখ।