বোয়ালমারী প্রতিনিধিঃ
মাটি ও বালু দস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থানে প্রশাসন। কৃষি জমি, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় মাঝে মধ্যেই চলছে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান। জেল-জরিমানা হচ্ছে অভিযুক্তদের। কিন্তু তারপরও বোয়ালমারীতে থেমে নেই মাটি ও বালু খেকোদের বিরামহীন দৌরাত্ম্য। মফস্বলে পা রাখলেই দেখা মিলবে সরুকাচাঁ বা পাকা রাস্তায় মাটিবাহী ট্রলি নামক অবৈধ ভারী যানবাহনটির দাপাদাপি। সল্পায়ুর অতি ভার বহনে অক্ষম এসব গ্রামীণ অবকাঠামোর ভবিষ্যৎ দুমড়েমুচড়ে দিয়ে চলছে মাটি খেকোদের ভয়াবহ তৎপরতা।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের মোঃ ওমর ফারুক (তাপস) এর ড্রেজার মাধ্যমে পুকুর কাটছেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়েদপুর গ্রামের মো: হামিদুল বাড়ী (বরুন) মিয়ার, সংগে মোবাইলে যোগাযোগ করলে জানান, ড্রেজার মালিকের সাথে যোগাযোগ করে কথা বলেন। তাপস বলেন তাহার জমি ভোরট করে, অবশিষ্ট বালু বিক্রয় হবে এবং হিসাব দেখে টাকা যদি বরুন মিয়া পায় তাহলে টাকা দেওয়া হবে, অথবা আমি টাকা পেলে আমাকে টাকা দিয়ে দেবে।