রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গঙ্গেশ সরকারকে নূর অটিজম বিদ্যালয়ের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা যায়, সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় তাড়াইল নূর অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন খানের সভাপতিত্বে একুশ আমার অহংকার শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র আলোচনা সভায় বক্তারা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গঙ্গেশ সরকারের নামে একটি শহীদ মিনার নির্মানের দাবী জানায়। বক্তারা আরো বলেন, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করেন। তাছাড়াও ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন। আলোচনা সভা শেষে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বাবু গঙ্গেশ সরকারের পক্ষ হইতে ছেলে রবীন্দ্র সরকার মরণোত্তর সম্মাননা স্মারক গ্রহন করেন।
রবীন্দ্র সরকার খুশিতে বলেন, আমার বাবাকে এই সম্মাননা দেওয়ায় নূর অটিজম বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আমি কৃতজ্ঞ। অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এর সহসভাপতি কৃষ্ণ দাস রায়, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, সাংবাদিক মুকুট রঞ্জন মধু, নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান প্রমূখ।