আবুল হাসান ক্রাইম রিপোর্টার কোটচাঁদপুর ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর উপজেলা ঘাঘা তালসার গ্রামের মোঃ বাপ্পি হাসান ( ২০) পিতা মালায়েশিয়া প্রবাসী মোঃ রবিউল ইসলাম। নামে এক তরুণকে হাতুড়ি ও বাই সাইকেলের লোহার চ্যাচিজ পাইপ দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। মোঃ বাপ্পি হাসান জানান আমি তালসার বাজারে আসলে হাসপাতাল মোড় তালসার বাজার পৌঁছাতেই পূর্বশক্রতার জেরে মোঃ ইমামুল নামে (২৫) পিতা মোঃ নুরুল ইসলাম নুরুসহ মোঃ নয়ন হোসেন (২০) পিতা অজ্ঞাত সহ নাম না জানা কয়েক জন আমার পিছন দিক থেকে হাতুড়ি ও বাই সাইকেলের লোহার পাইপ দিয়ে হাতে পায়ে পিঠে মেরে রক্তাক্ত জখম করে। পূর্বশক্রতার কথা জানতে চাইলে বলেন।
গত আনুমানিক ২ মাস আগে আমার চাচাতো ভাই তার খালাতো বোন বিয়ে করা নিয়ে শক্রতা। এরই সুত্রপাত ধরে আজ আমাকে হাতুড়ি দিয়ে মেরে রক্তাক্ত জখম করে বাজারে লোকালয়ে। সকলে তখন মাগরিবের নামজের জন্য মসজিদে নামাজরত এরই মাঝে আমাকে হামলা করে। আমি প্রাথমিক ভাবে তালসার বাজারে গ্রাম ডাক্তার মোঃ সেলিম রেজার নিকট চিকিৎসা নিতে যায়। আমার হাতে পায়ে পিঠের আঘাতের চিহ্ন দেখে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ বিষয় কোন অভিযোগ হয়েছে কি জানতে চাইলে বলেন। তালসার স্হানীয় পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত আইসি মোঃ নাসির সাহেবর নিকট অভিযোগ করেছি। তিনি বলেন আগে চিকিৎসা নেন কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন। আমরা অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন আইন সকলের জন্য সমান আমরা অপরাধী কে প্রচলিত আইনের আওতায় আনতে যথাযথ ব্যবস্হা নিব।