ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন অপরাধের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জরিমানা করা হয়েছে পশু খাদ্যের লাইসেন্স নবায়ন না করায় পালব্রাদার্স এর মালিক বাদলা পালকে ৬ হাজার, মূল্য তালিকা না থাকায় মুদি দোকানি ইলিয়াসকে ৩ হাজার, অপরিচ্ছন্নতার জন্য মিষ্টি দোকানী মনোরঞ্জন ঘোষকে ২ হাজার ৫শ টাকা ও মিষ্টি জাতীয় খাবারে রং মেশানোর দায়ে সৌরভ মিষ্টান্ন ভান্ডারের মালিক ভজন দাসকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, এ অভিযান অব্যাহত থাকবে।