মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে করোনার ২য় ডোজ টিকা প্রদানের কার্যক্রম গতকাল ২০ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে শুরু হয়েছে । ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্বাবধানে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ কার্যক্রম শুরু হয়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ও কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম ডোজ সম্পন্ন করেছে তাদের মধ্যে এ টিকা প্রদান করা হয়। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হয়। এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ বলেন, আজকে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার ২য় ডোজ টিকা প্রদান করা হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ও কওমী মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ২৪ হাজার করোনা টিকা প্রদান করা হবে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণটিকা কার্যক্রম চলমান রয়েছে। এসময় তিনি উপজেলার সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকারের এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে আপনাদের সন্তানদের করোনার ছোবল থেকে রক্ষা করতে এই গণ টিকা বাস্তবায়নে সহায়তা করুন।