এস.কে হিমেল, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে রাজাকার শওকত আলীর পুত্র, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে সাঃ সম্পাদক পদ থেকে অব্যহতি প্রদানকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
শুক্রবার (১লা এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এসময় উপজেলা আ”লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সহ-সভাপতি মনজুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,নীলফামারী জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজু, পৌর আ”লীগের সভাপতি হাফিজুল হক রবি, পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা এবং আ”লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডোমারের কুখ্যাত রাজাকার পুত্র তোফায়েল আহমেদের পরিবারে তার বাবা শওকত আলী, দাদা চাটি মামুদ এবং নানা ছমির উদ্দিনের নাম ২০১৯ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত তালিকায় তাদের নাম প্রকাশ হয়।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের সময় বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করায় প্রতিবাদে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ৩১ মার্চ নীলফামারী জেলা আ’লীগের ডাকে বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আ” লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন শফিক ডোমার উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি প্রদানের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা ছড়িয়ে পড়েছে।
উপজেলা আ”লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডোমার উপজেলা আ’লীগ সংগঠনটি আজ থেকে কুখ্যাত রাজাকার পরিবারের হাত থেকে কলঙ্কমুক্ত হলো।
ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী বলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগে এমন অনেক অনুপ্রবেশকারী রাজাকার ও তাদের পরিবারের সদস্য রয়েছে। এই সব অনুপ্রবেশকারী রাজাকার মুক্ত বাংলাদেশ আ”লীগ সংগঠনটি গঠন করা হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব বলে তিনি জানিয়েছেন।