আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে ভোলা থানা পুলিশের একটি টিম। সেই সাথে আটক করা হয়েছে গাড়ি চালক ও মাদক কারবারি মো. শাহে-আলী ওরফে শাহেলকে।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে গাড়ি ভর্তি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে ভোলায় আসার সময় তাদের কে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় প্রাইভেটকারটিতে তল্লাশি করা হয়। এসময় পুরো প্রাইভেটকার জুড়ে বস্তা ভর্তি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি পুলিশকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকগুলো তিনি কুমিল্লা থেকে ভোলার মাদক কারবারিদের কাছে বিক্রির জন্য নিয়ে এসেছেন। শাহে-আলী এর আগেও এই গাড়িতে করে কুমিল্লা থেকে মাদক এনে তা ভোলা বিক্রি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, মাদক পরিবহন করা গাড়িটির কোনো কাগজপত্র নেই। শাহে-আলী নিজেই গাড়িটি চালিয়ে ভোলায় এসেছেন।