রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।
ভোজ্যতেলের দাম যখন বাজারে ঊর্ধ্বমুখী, তখন শরীয়তপুর সদরের আংগারিয়া বন্দরের দুটি দোকানের সামনে থেকে গত ৫ মার্চ মধ্যরাতে ১১টি তেলের ড্রাম চুরি হয়। চুরির ঘটনার ২৩ দিন পর সোমবার (২৮ মার্চ) রাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ৬ মার্চ মাদারীপুর জেলায় গ্রেপ্তার হয় একজন।
এ বিষয়ে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে সদর উপজেলার চর পাতাং গ্রামের বাসিন্দা শাকিল ব্যাপারীকে শনাক্ত করা হয়। পুলিশ শাকিলকে গ্রেপ্তারের জন্য অভিযানে গেলে জানতে পারে, ৬ মার্চ শাকিল একটি চুরির মামলায় মাদারীপুর জেলায় গ্রেপ্তার হয়েছে। পরে শাকিলকে ২ দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ডের প্রথম দিনে ওই তেল চুরির কথা স্বীকার করেন তিনি। তার তথ্যমতে ২৮ মার্চ রাতে শরীয়তপুর সদরের কাশাভোগ এলাকার একটি গ্যারেজ থেকে দুলাল খান, স্বপন শেখ ও তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে তেল চুরির ৫ হাজার টাকা, প্যান্ট ও মাস্ক উদ্ধার করা হয়।
অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।জানা যায়, তেল চুরির পরেরদিন ব্যবসায়ী আফজাল মোল্লা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার ২৩ দিন পর জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।