বাংলাদেশ ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সন্ধ্যার মধ্যে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের রাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের পুলিশ-বিজিবির ধাওয়া মেহেন্দিগঞ্জে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। মুন্সীগঞ্জে গায়েবানা জানাযা থেকে ঈমাম ও বিএনপি নেতাকে ধরে নিয়ে গেলো পুলিশ কোটা আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য বিদেশের পাঠানো টাকা চাইতে গিয়ে বিপাকে প্রবাসী স্বামী রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত চট্রগ্রামের কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় মানুষের ঢল পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লা: জনদুর্ভোগ মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, আহত ৫ হরিপুরে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে কর্মী মিটিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুরে উদীচী কার্য়ালয়ে হামলা ও ভাংচুর স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

তাহিরপুরে আজ থেকে তিন দিনব্যাপী দু’আধ্যাত্নিক সাধকের মিলন মেলা শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ১৭৩৫ বার পড়া হয়েছে

তাহিরপুরে আজ থেকে তিন দিনব্যাপী দু'আধ্যাত্নিক সাধকের মিলন মেলা শুরু

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি –
তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীর তীরে আজ ২৯ র্মাচ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দুই আধ্যাত্মিক মহা সাধক শ্রী শ্রী অদ্বৈত আর্চাযর পণর্তীথধামে গঙ্গাস্নান যাত্রা (মহাবারুণী ¯স্নান) এবং হযরত শাহ আরেফিন(রঃ) এর বাৎসরিক উরশ মোবারক কে কেন্দ্রকরে ধর্মীয় সাম্প্রীতির মিলনমেলা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রদুভাবের কারেণ গত ২০২০/২১ সালে প্রশাসনিকভাবে দুই বছর বন্ধ থাকার পর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা দুই ধর্মের দুই আধ্যাত্মিক সাধক অদ্বৈত আর্চায মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ি সংলগ্ন ২৩ কিলোমিটার দৈর্ঘের সীমান্ত নদী যাদুকাটায় পণর্তীথধামে (পণার্তীথধামে) প্রায় ৭১৮ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মহাবারুণী মেলা ও গঙ্গাস্নান যাত্রা এবং একই সাথে একই দিনে হযরত শাহ জালাল (রঃ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ আরেফিন (রঃ) এর মহাপবিত্র বাৎসরিক ওরশ মোবারক ওই দুই উৎসবকে কেন্দ্র হিন্দু/ মুসলিম দুই ধর্মের লোকজন বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে ২৯ মার্চ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ৩০ মার্চ বুধবার। তবে এই ঐতিহ্যবাহী উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এই প্রথম হযরত শাহ আরেফিন আস্তানা এলাকায় ও অদ্বৈত আর্চায মহাপ্রভুর আখড়াবাড়ি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
৩ দিনব্যাপী যাদুকাটার পণর্তীথধামে গঙ্গাস্নান আর বারুণী মেলা ও শাহ আরেফিন (রঃ) ওরশকে উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর তাহিরপুর উপজেলা সীমান্ত নদী যাদুকাটার প্রায় ৩ কিলোমিটার অংশে উৎসব চলে সপ্তাহব্যাপী। গঙ্গাস্নান ও শাহ আরেফিন ওরশে যোগদিতে ইতিমধ্যেই সপ্তাহ খানেক আগে থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগসহ সুদূর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দুই ধর্মের লাখ লাখ ভক্তবৃন্দ, আশেখান, পাগল-ফকির তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/এস এলাকার সীমান্ত নদী যাদুকাটা পূর্ব পাড় শাহিদাবাদ এলাকায় হযরত শাহ আরেফিন (রঃ) এর আস্তানায় সহ এর আশপাশে গ্রাম গুলোতে ও লাউড় রাজ্যের নবগ্রাম রাজারগাঁও অদ্বৈত আর্চায মহাপ্রভুর আখড়াবাড়ি ও গড়কাঠি শ্রী শ্রী রাধা মদনগোপাল জিউ পণর্তীথ স্মৃতি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন মন্দিরসহ এর আশপাশের গ্রাম গুলোতে সমেবেত হতে থাকে। প্রাচীন এই ৭১৮ বছরের ঐতিহ্যবাহী পণর্তীথধামে গঙ্গাস্নান যাত্রায় প্রতিবছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বাংলাদেশ সঞ পৃথীবির বিভিন্ন দেশের পুণ্যার্তীরা অদ্বৈত আর্চায় জন্মধাম নবগ্রম রাজারগাঁও আখড়া বাড়ি ও যাদুকাটা নদীর তীরে এসে সমেবেত হয়। পণর্তীথধামে স্নান করে তাদের সারা বছরে পাপ মুছনের আশায়। তাদের ধারণা সবর্তীথে বারবার পণর্তীথে একবার।
উপজেলার বাদাঘাট উত্তর ইউপির লাউড় রাজ্যের হাবেলীর পুরোহিত অদ্বৈত মহা প্রভুর আখড়া বাড়ি ও জন্মস্নান সংরক্ষণ সংস্কার র্কাযনিবাহী কমিটি সূত্রে জানা যায়, দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ স্নান যাত্রার মূখ্য সময় এবছর ১৫ ই চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ ৩০ র্মাচ ২০২২ খ্রিঃ বুধবার সকাল দিবা ঘঃ ৬ টা ৬ মিনিট ৯ সেঃ থেকে ঘঃ ১২ টা ২৩ মিনিট ৫ সেঃ পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী নির্ধান করা হয়েছে।
ইস্কন মন্দির সূত্রে জানা যায়, এ বছর স্নানের মূখ্য সময় ২৯ র্মাচ মঙ্গলবার বিকাল ৩ টা ৩ মিনিট ১৮ সেঃ গতে পরদিন সকাল ১১ টা ২৩ মিটিন ৫ সেঃ এর মধ্যে শুভ যোগ এবং ৩০ র্মাচ বুধবার বিকাল ৩ টা ৩ মিনিট ১৮ সেঃ গতে পারদিন বৃহস্পতিবার সকাল ১ টা ২৪ মিনিট ৫ সেঃ এর মধ্যে মধুকৃষ্ণা ত্রয়োদশী নির্ধান করা হয়েছে। এ উপলখে যাদুকাটা নদীর বালুচড়ে মেলার ৩১ র্মাচ শুক্রবার সকালে সমাপ্ত হবে।
স্হানীয় আখড়া বাড়ি ও ইস্কন সূত্রে জানাযায়, সপ্তাহব্যাপী উৎসব ও গঙ্গাস্নান যাত্রাকে কেন্দ্র করে উৎসব কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে পৃথক পৃথকভাবে মঙ্গল আরতী,ভজন, লীলা কীর্তন, বৈশিক নটক, গঙ্গাপূজাঁ, দেশের বেতার, টিভি ও মঞ্চ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতি অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আপরদিকে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির লাউড়েরগড় সীমান্ত ফাড়িঁর মেইন পিলার এলাকায় মেঘালায়গারো-খাসিয়া পাহাড়ের পাদদেশে হযরত শাহ আরেফিন (রঃ) এর আস্তানায় আজ ২৯ র্মাচ মঙ্গলবার সন্ধা থেকে অনুষ্ঠি হয়ে ৩১ র্মাচ বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষেঁ জনপদের শাহ আরেফিন ও গঙ্গান যাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব। সপ্তাহব্যাপী এই দ্ইু উৎসব উপলখে দেশ-বিদেশের কমপক্ষে ৪/৫ লক্ষাধিক নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা-বনিতার সমাগম ঘটে শাহ আরেফিন আস্তান ও গঙ্গাস্নান যাত্রার উৎসব  আখড়া বাড়ি এলাকায়। এর জন্য ওরশ ও স্নান যাত্রার আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেজন্য ওরশ ও স্নান যাত্রার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইতিমধ্যেই দেশের সমগ্র অঞ্চল থেকে হাজার হাজার কাফেলাধার পাগল ফকির, বক্ত ও সাধক দর্শনাথীদের সীমান্তবর্তী গ্রাম গুলো ও আখড়া বাড়ি আশপাশের গ্রামে সপ্তাহ খানেক পূর্ব থেকেই সমবেত হয়েছে। ওরশের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, রমার্শিদি, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউল সংগীত, জেলার মরমী কবি ও সাধক পুরুষ হাছন রাজা ও বাউর সম্রাট শাহ আব্দুল করিমের লোক সংগীত ও বাউল গানে মাতিয়ে রাখবে ওরশ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, প্রাচীন এই ঐতিহ্যবাহী সপ্ত্হব্যাপী দুই উৎসবকে শান্তির্পূণ ভাবে সম্পন্ন করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েটি অস্হয়ী ক্যাপ বসানো হয়েছে শাহ আরেফিন মাজার র অদ্বৈত আখড়া বাড়ি ও বারুণী মেলায়। সেই সাথে দুটি উৎসব লেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, আখড়া বাড়ি, ফণার্তীতধামে গঙ্গা স্নান, গরকাঠি ইস্কন মন্দির, বারুণী মেলা ও শাহ আরেফিন আস্তানায় পুলিশ।
আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

তাহিরপুরে আজ থেকে তিন দিনব্যাপী দু’আধ্যাত্নিক সাধকের মিলন মেলা শুরু

আপডেট সময় ০৯:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি –
তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীর তীরে আজ ২৯ র্মাচ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দুই আধ্যাত্মিক মহা সাধক শ্রী শ্রী অদ্বৈত আর্চাযর পণর্তীথধামে গঙ্গাস্নান যাত্রা (মহাবারুণী ¯স্নান) এবং হযরত শাহ আরেফিন(রঃ) এর বাৎসরিক উরশ মোবারক কে কেন্দ্রকরে ধর্মীয় সাম্প্রীতির মিলনমেলা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রদুভাবের কারেণ গত ২০২০/২১ সালে প্রশাসনিকভাবে দুই বছর বন্ধ থাকার পর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা দুই ধর্মের দুই আধ্যাত্মিক সাধক অদ্বৈত আর্চায মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ি সংলগ্ন ২৩ কিলোমিটার দৈর্ঘের সীমান্ত নদী যাদুকাটায় পণর্তীথধামে (পণার্তীথধামে) প্রায় ৭১৮ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মহাবারুণী মেলা ও গঙ্গাস্নান যাত্রা এবং একই সাথে একই দিনে হযরত শাহ জালাল (রঃ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ আরেফিন (রঃ) এর মহাপবিত্র বাৎসরিক ওরশ মোবারক ওই দুই উৎসবকে কেন্দ্র হিন্দু/ মুসলিম দুই ধর্মের লোকজন বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে ২৯ মার্চ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ৩০ মার্চ বুধবার। তবে এই ঐতিহ্যবাহী উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এই প্রথম হযরত শাহ আরেফিন আস্তানা এলাকায় ও অদ্বৈত আর্চায মহাপ্রভুর আখড়াবাড়ি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
৩ দিনব্যাপী যাদুকাটার পণর্তীথধামে গঙ্গাস্নান আর বারুণী মেলা ও শাহ আরেফিন (রঃ) ওরশকে উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর তাহিরপুর উপজেলা সীমান্ত নদী যাদুকাটার প্রায় ৩ কিলোমিটার অংশে উৎসব চলে সপ্তাহব্যাপী। গঙ্গাস্নান ও শাহ আরেফিন ওরশে যোগদিতে ইতিমধ্যেই সপ্তাহ খানেক আগে থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগসহ সুদূর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দুই ধর্মের লাখ লাখ ভক্তবৃন্দ, আশেখান, পাগল-ফকির তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/এস এলাকার সীমান্ত নদী যাদুকাটা পূর্ব পাড় শাহিদাবাদ এলাকায় হযরত শাহ আরেফিন (রঃ) এর আস্তানায় সহ এর আশপাশে গ্রাম গুলোতে ও লাউড় রাজ্যের নবগ্রাম রাজারগাঁও অদ্বৈত আর্চায মহাপ্রভুর আখড়াবাড়ি ও গড়কাঠি শ্রী শ্রী রাধা মদনগোপাল জিউ পণর্তীথ স্মৃতি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন মন্দিরসহ এর আশপাশের গ্রাম গুলোতে সমেবেত হতে থাকে। প্রাচীন এই ৭১৮ বছরের ঐতিহ্যবাহী পণর্তীথধামে গঙ্গাস্নান যাত্রায় প্রতিবছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বাংলাদেশ সঞ পৃথীবির বিভিন্ন দেশের পুণ্যার্তীরা অদ্বৈত আর্চায় জন্মধাম নবগ্রম রাজারগাঁও আখড়া বাড়ি ও যাদুকাটা নদীর তীরে এসে সমেবেত হয়। পণর্তীথধামে স্নান করে তাদের সারা বছরে পাপ মুছনের আশায়। তাদের ধারণা সবর্তীথে বারবার পণর্তীথে একবার।
উপজেলার বাদাঘাট উত্তর ইউপির লাউড় রাজ্যের হাবেলীর পুরোহিত অদ্বৈত মহা প্রভুর আখড়া বাড়ি ও জন্মস্নান সংরক্ষণ সংস্কার র্কাযনিবাহী কমিটি সূত্রে জানা যায়, দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ স্নান যাত্রার মূখ্য সময় এবছর ১৫ ই চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ ৩০ র্মাচ ২০২২ খ্রিঃ বুধবার সকাল দিবা ঘঃ ৬ টা ৬ মিনিট ৯ সেঃ থেকে ঘঃ ১২ টা ২৩ মিনিট ৫ সেঃ পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী নির্ধান করা হয়েছে।
ইস্কন মন্দির সূত্রে জানা যায়, এ বছর স্নানের মূখ্য সময় ২৯ র্মাচ মঙ্গলবার বিকাল ৩ টা ৩ মিনিট ১৮ সেঃ গতে পরদিন সকাল ১১ টা ২৩ মিটিন ৫ সেঃ এর মধ্যে শুভ যোগ এবং ৩০ র্মাচ বুধবার বিকাল ৩ টা ৩ মিনিট ১৮ সেঃ গতে পারদিন বৃহস্পতিবার সকাল ১ টা ২৪ মিনিট ৫ সেঃ এর মধ্যে মধুকৃষ্ণা ত্রয়োদশী নির্ধান করা হয়েছে। এ উপলখে যাদুকাটা নদীর বালুচড়ে মেলার ৩১ র্মাচ শুক্রবার সকালে সমাপ্ত হবে।
স্হানীয় আখড়া বাড়ি ও ইস্কন সূত্রে জানাযায়, সপ্তাহব্যাপী উৎসব ও গঙ্গাস্নান যাত্রাকে কেন্দ্র করে উৎসব কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে পৃথক পৃথকভাবে মঙ্গল আরতী,ভজন, লীলা কীর্তন, বৈশিক নটক, গঙ্গাপূজাঁ, দেশের বেতার, টিভি ও মঞ্চ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতি অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আপরদিকে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির লাউড়েরগড় সীমান্ত ফাড়িঁর মেইন পিলার এলাকায় মেঘালায়গারো-খাসিয়া পাহাড়ের পাদদেশে হযরত শাহ আরেফিন (রঃ) এর আস্তানায় আজ ২৯ র্মাচ মঙ্গলবার সন্ধা থেকে অনুষ্ঠি হয়ে ৩১ র্মাচ বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষেঁ জনপদের শাহ আরেফিন ও গঙ্গান যাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব। সপ্তাহব্যাপী এই দ্ইু উৎসব উপলখে দেশ-বিদেশের কমপক্ষে ৪/৫ লক্ষাধিক নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা-বনিতার সমাগম ঘটে শাহ আরেফিন আস্তান ও গঙ্গাস্নান যাত্রার উৎসব  আখড়া বাড়ি এলাকায়। এর জন্য ওরশ ও স্নান যাত্রার আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেজন্য ওরশ ও স্নান যাত্রার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইতিমধ্যেই দেশের সমগ্র অঞ্চল থেকে হাজার হাজার কাফেলাধার পাগল ফকির, বক্ত ও সাধক দর্শনাথীদের সীমান্তবর্তী গ্রাম গুলো ও আখড়া বাড়ি আশপাশের গ্রামে সপ্তাহ খানেক পূর্ব থেকেই সমবেত হয়েছে। ওরশের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, রমার্শিদি, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউল সংগীত, জেলার মরমী কবি ও সাধক পুরুষ হাছন রাজা ও বাউর সম্রাট শাহ আব্দুল করিমের লোক সংগীত ও বাউল গানে মাতিয়ে রাখবে ওরশ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, প্রাচীন এই ঐতিহ্যবাহী সপ্ত্হব্যাপী দুই উৎসবকে শান্তির্পূণ ভাবে সম্পন্ন করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েটি অস্হয়ী ক্যাপ বসানো হয়েছে শাহ আরেফিন মাজার র অদ্বৈত আখড়া বাড়ি ও বারুণী মেলায়। সেই সাথে দুটি উৎসব লেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, আখড়া বাড়ি, ফণার্তীতধামে গঙ্গা স্নান, গরকাঠি ইস্কন মন্দির, বারুণী মেলা ও শাহ আরেফিন আস্তানায় পুলিশ।