আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মনিরামপুর বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২৬ মার্চ শনিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, প্রচার সম্পাদক আতিয়ার রহমান,সহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ,অর্থ বিষয়ক সম্পাদীকা সাথী চক্রবর্তী, অফিস স্টাফ প্রিয়া খাতুন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ প্রেসক্লাবের নেতা কর্মী বৃন্দ।